BY- Aajtak Bangla
3rd February, 2025
নিজের অফিসে সরস্বতী পুজো প্রতি বছরই করে থাকেন দেব। এই বছরও তাঁর পুজোতে দেখা গেল ইধিকা, ইশা সহ বেশ কিছু তারকাদের।
বিয়ের পর প্রথম সরস্বতী পুজো। তাই একটু বিশেষ। গোলাপি শাড়ি-পাঞ্জাবি পরে শোভন-সোহিনী।
সরস্বতী পুজোর দিন নাচের স্কুলে বাগদেবীর আরাধনা করেন অপরাজিতা আঢ্য। হলুদ শাড়িতে সেজেছেন অভিনেত্রী।
গোলাপি রঙের শাড়ি আর স্লিভলেস ব্লাউজে বাড়ির সরস্বতী পুজোয় মিষ্টি নায়িকা দিতিপ্রিয়া।
রাজ চক্রবর্তীর অফিসের পুজোয় শুভশ্রী ও রোশনি। রাজ-শুভশ্রী দুজনেই নীল পোশাকে সেজেছেন।
মল্লিক বাড়ির সরস্বতী পুজোয় কোয়েল মল্লিক। স্বামী নিসপাল ও ছেলে কবীরকে নিয়ে খুব মজা করলেন পরিবারের সঙ্গে।
হালকা হলুদ রঙের শাড়িতে মিষ্টি লাগছে নুসরত জাহানকে। এক বন্ধুর বাড়ির পুজোয় এসেছিলেন তিনি।
যার গলায় মা সরস্বতী তাঁর বাড়িতে বাগদেবীর পুজো হবে না তা হয় কী করে। বাড়িতে ঘরোয়াভাবেই পুজো সারলেন গায়িকা পৌষালী।
সরস্বতী পুজোর দিন বিবাহবার্ষিকী। তাই পুজোর পর নীলাঞ্জনের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ইমন।
;বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। সরস্বতী পুজোর দিন থেকে তাঁর বাড়িতে ইলিশ খাওয়া শুরু হবে।