BY- Aajtak Bangla
25 SEPTEMBER, 2023
ইতিমধ্যেই শাহরুখ খানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘জওয়ান’-এর বক্স অফিস কালেকশন সাড়ে পাঁচশো কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে।
ছবি মুক্তির ১৮ দিনে ভারতে ‘জওয়ান’-এর বক্স অফিস কালেকশন মোট ৫৬০ কোটি টাকা। অর্থাৎ, ইতিমধ্যেই বাণিজ্যিক ভাবে সুপার ডুপার হিট এই ছবিটি।
রবিবার চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ টুইট করে জানান, চলতি বছরে বক্স অফিসে পাঁচশো কোটি টাকার গণ্ডি ছাড়ানো তৃতীয় ছবি হিসাবে জায়গা করে নিল ‘বলিউড বাদশা’র অভিনিত ‘জওয়ান’।
একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবি মুক্তির ১৮ দিনে দেশ-বিদেশ মিলিয়ে ‘জওয়ান’-এর মোট বক্স অফিস কালেকশন শীঘ্রই ১০০০ কোটি টাকার গণ্ডি অতিক্রম করবে।
শাহরুখ খান মানেই তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা। সারা বছর ‘বলিউড বাদশা’র ঠিকানা ‘মন্নত’-এর সামনে ভক্তদের ভিড়!
শাহরুখের জন্মদিনে তো ‘মন্নত’-এর সামনে ভক্তদের ভিড় সামাল দিতে বাড়তি পুলিশ মোতায়ন করতে হয় মুম্বই পুলিশকে।
গুগলেও শাহরুখ খানকে নিয়ে সাংবাদিক-ভক্তদের প্রশ্ন বা কৌতুহলের অন্ত নেই! যেমন, শাহরুখের কোনও ট্যাটু করা আছে কিনা, তাঁর প্রাইভেট জেট আছে কিনা বা শাহরুখের ফোন নম্বর কী?
একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই নানা প্রশ্নের উত্তর দেন শাহরুখ। ভক্তদের বলে দেন নিজের ফোন নম্বরও! এখানে ভক্তরা যোগাযোগ করলে তার উত্তরও দেবেন বলে জানান তিনি।
সোশ্যালে পোস্ট হওয়া এই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল! শাহরুখকে এক ঝলক দেখার যে ভক্তরা ‘মন্নত’-এর সামনে আগের রাত থেকে পড়ে থাকেন, তাঁরা ‘বলিউড বাদশা’র ফোন নম্বর পেলে কী করবেন একবার ভাবুন!