14 January 2024
BY- Aajtak Bangla
উদয়পুরে রাজকীয় রীতিতে বিয়ের পর, ১৩ জানুয়ারি মুম্বইতে আয়রা-নুপুরের রিসেপশন পার্টি অনুষ্ঠিত হয়েছিল।
নবদম্পতির রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড ও দক্ষিণের সিনেমার অনেক নামী ব্যক্তিত্ব।
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া শরণও আমিরের মেয়ে ও জামাইকে আশীর্বাদ করতে তার স্বামী আন্দ্রেই কোশেভের সঙ্গে অনুষ্ঠানে আসেন।
রিসেপশন পার্টিতে পাপারাজ্জিদের পোজ দেওয়ার সময় ৪১ বছর বয়সী শ্রিয়া শরণকে স্বামীর সঙ্গে রোম্যান্টিক মুডে দেখা গিয়েছে।
ভিড়ের মধ্যে বারবার স্বামীকে ঠোঁটে ঠোঁট দিয়ে পোজ দেন অভিনেত্রী। স্বামীর সঙ্গে অভিনেত্রীর এই ভিডিও ভাইরাল।
তবে স্বামীকে লিপ-লক করার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন শ্রিয়া। একজন লিখেছেন- এত কিছু প্রকাশ্যে দেখাবেন না।
আরেকজন লিখেছেন- 'বাড়িতে চুমু খেতে পাচ্ছেন না?'
আরেক ব্যবহারকারী লিখেছেন- আপনার লজ্জা লাগে না?