2nd October, 2023

BY- Aajtak Bangla

অনির্বাণ-রণজয়-শোভন, সম্পর্কে জড়িয়ে বারংবার চর্চিত সোহিনী

টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রীদের মধ্যে সোহিনী সরকার অন্যতম।

তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই। বাংলা ইন্ডাস্ট্রিতে সোহিনী এখন নম্বর ওয়ান হিরোইন বলা চলে।

সেই সোহিনী সরকারের আজ জন্মদিন। শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী।   

তবে অন্যান্য অভিনেত্রীদের মতোই সোহিনীর ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। একাধিক সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। আর তা নিয়েই তাঁকে নিয়ে চর্চা বিস্তর।

সোহিনীর সঙ্গে নাম জড়ায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে। ছোট পর্দার এক সিরিয়ালে কাজ করার সময়ই নাকি অনির্বআম-সোহিনীর ঘনিষ্ঠতা বাড়ে। তবে এই নিয়ে কেউই সেই সময় মুখ খোলেননি। 

অনির্বাণ-সোহিনীর বন্ধুত্ব এ বার অন্তরঙ্গতার চৌকাঠ ছুঁয়ে ফেলেছে বলেই খবর ছিল। শ্যুটিংয়ের পরও তাঁরা সময় কাটাতেন একসঙ্গে।

অনির্বাণের পর সোহিনী সম্পর্কে জড়িয়ে পড়েন রণজয় বিষ্ণুর সঙ্গে। লকডাউনের সময় তাঁরা একসঙ্গেই থাকতেন। তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর কথা থাকলেও মাঝখানেই সব শেষ।

শোনা গিয়েছে যে দুজনেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যই আর এই সম্পর্ক টিকল না।

রণজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতে না ভাঙতেই সোহিনীর নতুন সম্পর্ক নিয়ে এখন চর্চা তুঙ্গে।

শোনা যাচ্ছে, সঙ্গীতশিল্পী শোভনের সঙ্গে নাকি অনেকটা সময় কাটাচ্ছেন সোহিনী। তাঁদের সম্পর্ক নিয়ে জোরদার গুঞ্জন টলি পাড়ায়। এমনকী নায়িকার মায়ের জন্মদিনেও নাকি এসেছিলেন শোভন।   

সম্পর্ক নিয়ে চর্চা ছাড়াও সম্প্রতি তৃণা সাহার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন সোহিনী। মাতঙ্গী সিরিজে শ্যুটিংয়ের সময় সোহিনী-তৃণার ইগোর লড়াই সামনে আসে।