31 May, 2023
BY- Aajtak Bangla
৩১ মে ২০২২। কলকাতায় ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-এর লাইভ কনসার্ট।
কিন্তু সেটাই যে জীবনের শেষ কনসার্ট হবে ভাবতে পারেননি। কনসার্ট চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কেকে-এর।
আজ প্রথম মৃত্যুবার্ষিকীতে চলুন ফিরে দেখা যাক তাঁর কেরিয়ারের প্রথম জীবন কেমন ছিল।
জিঙ্গল গেয়েই কেরিয়ার শুরু করেছিলেন কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। ৩৫০০ টি জিঙ্গল গেয়েছেন কেকে।
৯০ দশকে কেকে-র গাওয়া সেই বিজ্ঞাপনের গানের মধ্যে রয়েছে একটি নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থা।
এছাড়াও কেকে গেয়েছেন টুথপেস্টের জিঙ্গলও।
অত্যন্ত জনপ্রিয় রঙ প্রস্তুতকারক সংস্থার জিঙ্গলও গেয়েছেন তিনি। এটি কেকে-র গাওয়া সেরা জিঙ্গলের মধ্যে একটি। এটি দর্শক মহলে বেশ সাফল্য পেয়েছিল।
এছাড়াও হিপ হিপ হুরে নামের একটি শো-র টাইট্রেল ট্র্যাক গেয়েছিলেন। ৯০-র দশকে কেকে-র গাওয়া এই হিপ হিপ হুরে বেশ সাফল্য পেয়েছিল।
৯০-র দশকে প্রচারিত আরও একটি হিট সিরিয়াল হল জাস্ট মহব্বত। যার টাইটেল ট্র্যাকটি কেকে -র গাওয়া।
পেপসির বিজ্ঞাপনের জিঙ্গল গেয়েছিলেন কেকে। সে সময় সকলের মুখ মুখে শোনা যেন এই পেপসির জিঙ্গলটি। পেপসির এই বিজ্ঞাপনে রানি মুখোপাধ্যায়, শাহিদ কাপুর ও শাহরুখকে দেখা গিয়েছিল বিজ্ঞাপনে। ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল বিজ্ঞাপনটি।
মিউজিক ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গড়তে চাকরি ছেড়েছিলেন কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। বড় ব্রেক পাওয়ার জন্য এক সময় জিঙ্গেল গাইতেন। দীর্ঘ লড়াইয়ের পর পরিচিতি গড়েন গায়ক।