17 October 2024
BY- Aajtak Bangla
বলিউড সুপারস্টার সলমান খানকে নিয়ে আশঙ্কা বাড়ছে। বিশেষ করে তাঁর নিরাপত্তা নিয়ে। একের পর খুনের হুমকি পাচ্ছেন তিনি।
প্রকাশ্যে সলমান খানকে প্রাণে মারার হুমকি দিচ্ছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
সম্প্রতি মুম্বইয়ে এনসিপি নেতা তথায় প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই।
ওই দিনই সলমানকে খুনের প্রকাশ্যে বার্তা দিয়েছে লরেন্স বিষ্ণোই।
লরেন্সের হুমকির পর সলমানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। খুব দরকার না হলে তিনি বাইরে বেরাচ্ছেন না।
এ হেন পরিস্থিতিতে সলমানের প্রাক্তন গার্লফ্রেন্ড সোমি আলি সরাসরি লরেন্স বিষ্ণোইকে জুম কলে আসার অফার দিলেন।
সোমি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, লরেন্স বিষ্ণোই ভিডিও কল-এ আসুন। আমি কথা বলতে চাই। সলমানের ব্যাপারে অনেক গোপন তথ্য দিতে চাই।
ইনস্টাগ্রামে লিখলেন, 'নমস্কার লরেন্স ভাই। শুনলাম ও দেখলাম, আপনি জেল থেকে জুম কল করছেন। আপনার সঙ্গে কিছু বলার ছিল।'
লিখছেন, 'দয়া করে বলুন, কীভাবে কথা হতে পারে? গোটা দুনিয়ায় আমার সবচেয়ে প্রিয় জায়গা রাজস্থান। আমি আপনার মন্দিরে পুজো দিতে চাই।'
'তবে তার আগে জুম কল-এ আসতে হবে। কিছু কথা বলতাম। আপনার ফায়দার জন্যই। আপনি যদি আপনার মোবাইল নম্বরটি দেন, খুব উপকার হয়।'