BY- Aajtak Bangla

 বোল্ড লুকে মিঠাই! সিক্যুইন ড্রেসে ফ্যাশনিস্তা সৌমিতৃষা

15 SEPTEMBER, 2023

বাংলা ছোট পর্দার দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন 'মিঠাই' ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। 

নেটমাধ্যমে উঁকিঝুঁকি মারলেই নজরে আসে নায়িকার বিপুল ফ্যানেদের সংখ্যা। যা, বহু টলি নায়িকাকে টেক্কা দিতে পারে।

সম্প্রতি নিজের কিছু ছবি পোস্ট করেছেন মিঠাইরানী। যা দেখে মন মজেছে ফ্যানেদের। 

বর্তমানে ফ্যাশন ট্রেন্ড সিক্যুইন। এই ধরণের পোশাকে দারুণ ফ্যাশন গোলস সেট করছেন সৌমিতৃষা।  

একের সময় এক একটা ফ্যাশন ট্রেন্ড দেখা যায়। মূলত তারকারা যা পরেন, সেটাই কিছুদিন পরে ট্রেন্ড হওয়ার প্রবণতা থাকে। 

সৌমিতৃষার এই ফটো সেশন যথেষ্ট নজরকারা। কমেন্টবক্সে উপচে পড়ছে ভালোবাসায়। 

ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই নজর কাড়ছেন নায়িকা। 

বর্তমানে তিনি ব্যস্ত ডেবিউ ছবি 'প্রধান'-র শ্যুটিং নিয়ে। উত্তরবঙ্গে চলছে ছবির শ্যুটিং।   

এই ছবিতে সৌমিতৃষার বিপরীতে রয়েছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ দেব। 

পাহাড়ী রাস্তায় সৌমিতৃষার শেয়ার করা রিলস এই মুহূর্তে ভাইরাল। 'জওয়ান'-র 'চালেয়া'-র হুক স্টেপে তিনি হিট।  

শ্যুটিং থেকে কিছুটা ছুটি পেয়ে, কৌশিকী আমাবস্য়ায় উত্তরবঙ্গের মেটালি কালীবাড়িতে পুজো দিয়েছিলেন সৌমিতৃষা।

সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা। মেটালি কালীবাড়িতে ভোগও খেয়েছেন সৌমিতৃষা।