15 October, 2023
BY- Aajtak Bangla
ডিসেম্বরেই শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরাণী-র।
বহুদিন ধরেই এই ছবি নিয়ে জল্পনা-কল্পনা চলছে। অবশেষে খুব শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে।
ঝাড়খণ্ড, বিহার, বীরভূম, পুরুলিয়া এবং কলকাতার বাইরের কিছু অঞ্চলে শ্যুটিং হবে, জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।
এবার সেই ছবির প্রস্তুতি শুরু করে দিলেন শ্রাবন্তী সহ অন্যান্য কলাকুশলীরা।
এই ছবিতে নামভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। ইতিমধ্যেই কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছেন অভিনেত্রী।
জোরকদমে চলছে তলোয়ার অনুশীলন। শ্রাবন্তী, বিবৃতি, অর্জুন শিখছেন তরবারি চালানো।
মহড়ায় উপস্থিত রয়েছেন খোদ পরিচালক। তিনি নিজেও শ্রাবন্তীকে শিখিয়ে দিচ্ছেন।
মহড়ার জায়গা বাইপাস সংলগ্ন এলাকা। সেখানেই রোজ রুপোলি পর্দার তিন তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন।
সঙ্গে থাকছেন প্রশিক্ষক গুরু প্রাজ্ঞ দত্ত এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র। জিমের পোশাকেই চলছে প্রশিক্ষণ।
অত্যন্ত সাবধানতার সঙ্গে প্রত্যেক দিন মহড়া চলছে। যাতে প্রাণঘাতী এই প্রশিক্ষণে কারও গায়ে এক চুল আঁচড় না লাগে।
দু’হাতে প্রায় পাঁচ কেজির একটি তলোয়ার ধরে রেখেছেন পরিচালক। সেই তলোয়ারের উপরে আঘাত হানছেন তাঁর তিন অভিনেতা।
তবে ভবানী পাঠক প্রসেনজিৎকে এই মহড়ায় দেখা যায়নি। প্রসঙ্গত, পরিচালক গত কয়েক মাস ধরে রেকিতে ব্যস্ত।