11 Nov, 2024

BY- Aajtak Bangla

বিদেশি বরের 'বাঙালি বধূ' হবেন অভিনেত্রী, আগে হয়েছিল ক্রিশ্চিয়ান ওয়েডিং

টিভির পরিচিত এক্ট্রেস সৃজিতা দে নিজের ফ্যানদের আরও একবার সুখবর দিয়েছেন।

তিনি তাঁর বিদেশি স্বামী মাইকেলের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেছেন।

অভিনেত্রী মেহেন্দি সেরিমনির কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। জানিয়ে দেওয়া যাক সৃজিতা কিন্তু বাঙালি।

সৃজিতা ফটো শেয়ার করে ক্যাপশন এ লিখেছেন যে আমাদের বাচ্চাদের আমাদের প্রেম কাহিনী শোনাব। আমাদের কাহিনী গোটা পৃথিবী জানবে।

আমাদের মেহেন্দি সেরিমনির কিছু ছবি রয়েছে। পরিবার এবং বন্ধুরা সবাই বিয়েতে এসেছেন। আমরা দুজনেও অত্যন্ত খুশি।

ছবিতে দেখা যাচ্ছে যে শ্রীজিতা গোল্ডেন ব্রোক ব্লাউজ পড়ে রয়েছেন এবং এর সঙ্গে মাল্টি কালার্ড প্রিন্টেড স্কার্ট করে রয়েছেন।

পনিটেল এবং নুড মেকআপে লুক কমপ্লিট করেছেন। যেখানে তার বিদেশি স্বামী মাইকেল পাঠানি কুর্তা পায়জামা পড়ে রয়েছেন।

এর সঙ্গেই তিনি হ্যান্ড ওয়ার্ক করার নেহেরু জ্যাকেটে পড়ে রয়েছেন। দুজনে দুজনকে আলিঙ্গন করে রয়েছেন।

 জানিয়ে দেওয়া যাক যে গত বছর শ্রীজিতা মাইকেলের সঙ্গে বিদেশে ক্রিস্টিয়ান রীতি রেওয়াজ অনুযায়ী বিয়ে করেছিলেন।