6 May 2025
BY- Aajtak Bangla
হাতে বিশেষ দণ্ডে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ। গলায় ভারী হিরের গয়না। মেট গালা ২০২৫-এ শাহরুখ খানের রাজকীয় এন্ট্রি
অবশেষে অপেক্ষার অবসান। সব্যসাচীর পোশাকে মেট গালার এন্ট্রিতে মুগ্ধ করলেন SRK।
নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে মেট গালার রেড কার্পেটে দেখা গেল শাহরুখকে। চোখ ফেরাতে পারলেন না ভক্তরা।
কালো পোশাক এবং হিরের গয়নায় তাঁকে অনবদ্য লুক দিয়েছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। কিং খানের এই অবতারে ফিদা ফ্যানেরা।
SRK পরেছিলেন কালো ট্রাউজার, ভি-নেক শার্ট এবং কালো লং ওভারকোট।
মাল্টিলেয়ার্ড ভারী গয়না দেখা গিয়েছে শাহরুখের গলায়। SRK এবং K লেখা লকেটও পরেছিলেন তিনি। সুপার স্টাইলিশ লুকে মুগ্ধ করলেন বাদশা।
কালো ওভারকোটের উপর দেখা গিয়েছে স্টার শেপ ব্রোচ। এছাড়াও শাহরুখের অঙুলে একাধিক আংটি ছিল। কালো সানগ্লাস আরও আবেদনময় করে তোলে তাঁর লুককে।
রয়্যাল লুকের সঙ্গে রয়্যাল বেঙ্গলের মুখ-সহ দণ্ডটি বাড়তি আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। এই 'বাংলার বাঘ'-এর কথাই বলেছিলেন সব্যসাচী।
ফ্যানেরা শাহরুখের এই হট অবতার দেখে চোখ ফেরাতে পারছেন না।
নেটপাড়ায় হইচই ফেলে দিয়েছে বাদশার এই লুক। তাবড় সেলেবরদের সাজও ফিকে হয়েছে এই লুকের কাছে।
বলতেই হচ্ছে শাহরুখ কেবল রুপোলি পর্দা নয়, ফ্যাশন জগতেও সাড়া ফেলে দিলেন।