September 3, 2023

BY- Aajtak Bangla

বিয়ের পিঁড়িতে বসার আগেই নেট দুনিয়া কাঁপাচ্ছেন মাহিরা

শোনা  যায়,  পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। পাত্র সেলিম করিম।

সুন্দর শাড়ি ও  ঝকঝকে ব্লাউজে নিজের ছবি পোস্ট করেছেন মাহিরা। যা এখন ঙাইরাল। 

রাজকীয়  কুর্তি ও গয়নাতে মোহময়ী দেখাচ্ছে মাহিরাকে। 

লাল রঙের আনারকলির পোশাকে নজর কেড়েছেন মাহিরা। 

 উজ্জ্বল শাড়িতে মাহিরা খানের ছবি এখন ভাইরাল।

ব্লেজার পরে ছবিও পোস্ট করেছেন মাহিরা। তাতেও তাঁকে দেখতে ভালো লাগছে। 

মাহিরা খান, পাকিস্তানের এই অভিনেত্রী রাতারাতি ভারতে শিরোনামে জায়গা করে নিয়েছিলেন রইস ছবির জন্য। 

  শাহরুখ খানের বিপরীতে কাজের সুযোগ পেয়ে রীতিমত চমকে গিয়েছিলেন তিনি