9 MARCH, 2025
BY- Aajtak Bangla
সব কথা সবাইকে বলতে নেই। কোনও কোনও কথা তো এমনও আছে যেগুলো পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ কেউ ছাড়া কাউকে বলতে নেই।
নতুন কোথাও বাড়ি কেনার বা তৈরির পরিকল্পনা থাকলে তা কাউকে বলবেন না।
নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে চুপ করে থাকা ভালো। বিয়ে ঠিক হওয়ার সময় তা রাষ্ট্র করবেন না।
প্রেম-প্রেমিকাদেরও নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখা উচিত। তাতে বাইরের প্রভাব কম পড়ে।
টাকা পয়সা আয়ের উৎস যতটা পারবেন লুকিয়ে রাখুন। কখনও নিজের আয়ের একাধিক উৎসের কথা বলতে নেই।
একইভাবে কীভাবে এবং কোথায় টাকা পয়সা টাকা জমাচ্ছেন তা বলা থেকে নিজেকে বিরত রাখুন।
আমাদের প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকে। সেই স্বপ্ন সম্পর্কে কাউকে না বলা ভালো। একইভাবে স্বপ্নপূরণ হলেও জানানোর দরকার নেই।
নিজের দুর্বলতার কথা কাউকে বলবেন না। দুর্বলতা কাউকে জানালে তাঁরা সেটির অপব্যবহার করতে পারেন।
মানুষের উচিত তাদের ব্যর্থতা গোপন রাখা। তাদের উচিত তাদের ব্যর্থতা কারো সাথে শেয়ার করা এড়িয়ে চলা।