BY- Aajtak Bangla

 প্যারিসে হানিমুনে রোম্যান্স সুদীপ্তা- সৌম্যর, ভিডিও  

30 SEPTEMBER, 2023

গত মে মাসের শুরুতে সাত পাকে বাঁধা পড়েছেন টেলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা সৌম্য বক্সী। 

কর্ম ব্যস্ততার জন্য হানিমুনে যেতে পারেননি বিয়ের কয়েকদিনের মধ্যেই। এবার জুটি গেলেন মধুচন্দ্রিমায়। 

বিদেশে গিয়েছেন নব বিবাহিতা জুটি। সোশ্যাল মিডিয়া ভরেছে নানা ছবি -ভিডিওতে। 

সুদীপ্তা- সৌম্যর হানিমুন ডেস্টিনেশন প্রেমের শহর প্যারিস। আর সেখানেই কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তাঁরা। 

এর আগে ছোট্ট ছুটি পেয়ে পুরী গিয়েছিলেন তাঁরা। সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সেই মুহূর্ত।  

যদিও তাঁদের এই ভ্যাকেশন ঠিক হানিমুন বলা যায় না। সমুদ্র সৈকতে তাঁদের সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন।  

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সুদীপ্তা। বলা যায়, তিনি ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকা। 

'সোহাগ জল' ধারাবাহিকে 'বেণী বৌদি' রূপে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত। 

এর আগে 'বেদের মেয়ে জ্যোৎস্না', 'সাত ভাই চম্পা', 'গ্রামের রানী বীণাপানি'-মেগা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। 

প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করার পর, গত ১ মে গাঁটছড়া বেঁধেছেন সুদীপ্তা- সৌম্য। 

সায়েন্স সিটির পিছনে বসেছিল তাঁদের বিয়ের আসর এবং রিসেপশন হয়েছিল নিকো পার্কে।