22 AUG, 2023
BY- Aajtak Bangla
সানি দেওল বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে মুম্বইয়েরটা অন্যতম।
তার আরও একটি বাড়ি রয়েছে মানালি তে
সেখানে আছে একটি ফোয়ারা , ফুলের বাগান। বলা যেতে পারে আরামদায়ক ভ্রমণের জায়গা
একথা অনস্বীকার্য যে পরিবারই বাড়িকে সুন্দর করে তোলে।
এছাড়াও একাধিক সম্পত্তির মালিক তিনি।
মুম্বাইয়ের জুহুতে বাড়ি থাকলেও মানালিতে বাড়ি কিনেছেন সানি।
সম্প্রতি একটি খবর শোনা যায় যে, সানি ঋণে জর্জরিত।
তবে ব্যাঙ্কের তরফে সেই নোটিশ পরে প্রত্যাহার করা হয়। এরপরই তা নিয়ে হইচই পড়ে যায়।