16 JUNE, 2023
BY- Aajtak Bangla
ভোর ৩টে নাগাদ কেন প্রোফাইল চেক করেন স্বস্তিকা?
স্বস্তিকা মুখোপাধ্যায় আবার আলোচনায়। ।
স্বাস্তাকিকে কিছু দিন আগে গুজরাতের সুরত থেকে একটি ইন্সটাপোস্ট করেন।
এই পোস্টে স্বস্তিকা জানান ভোর ৩টে নাগাদ সেলফি তুলেছেন।
স্বাস্তিকা আরও বলেন তিনি কী কী করছেন।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের সিনেমা শিবপুরের ট্রেলার লঞ্চ হয়েছে।
এই ফিল্মে স্বস্তিকা লিড রোলে।
সাধারণ গৃহবধূ থেকে 'মাফিয়া কুইন' চরিত্রে দেখা যাবে তাকে।
'শিবপুর' ট্রেলারে সম্প্রতি ভয়ানক লুকে ধরা দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
Related Stories
বিশ্বের সেরা ১০ কোটিপতি এঁরা, কার কোন ব্যবসায় লক্ষ্মীলাভ?
সিরিয়ালের TRP মানে কী? মেগার বহু দর্শক জানেন না
কী খেয়ে দিন শুরু করেন মালাইকা? জানলে চমকে যাবেন
মা না বউ, কাকে বেশি ভয় পান অভিষেক? রহস্য ফাঁস বোনের