27 September, 2023

BY- Aajtak Bangla

শুভশ্রীর পর সুখবর দিলেন জিৎ, ফের বাবা হতে চলেছেন অভিনেতা

রাজ-শুভশ্রীর পর টলিউডে ফের সুখবর। এবার দ্বিতীয়বার বাবা হতে চলেছেন সুপারস্টার জিৎ। 

এতদিন কেউই কিছুই টের পাননি। তবে বুধবার জিৎ নিজেই সোশ্যাল মিডিয়াতে এই সুখবর জানিয়েছেন। 

জিৎ ও তাঁর স্ত্রী মোহনা প্রেগন্যান্সির ফটোশুট করিয়েছেন। সেই ছবি নেট দুনিয়ার শেয়ার করে সুখবর জানান অভিনেতা। 

জিৎ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য। 

প্রসঙ্গত, জিৎ-মোহনার মেয়ে হওয়ার ১১ বছর দ্বিতীয় সন্তান নিয়ে আসার পরিকল্পনা করেন এই তারকা দম্পতি। 

জিৎ, মোহনা ও তাঁদের মেয়ে নভন্যা তিনজনে মিলে এই ফটোশ্যুট করেন। তিনজনেই একই রঙের পোশাক পরেছিলেন। 

কিছু ছবিতে মোহনা-জিৎকে শুধু দেখা গিয়েছে। জিৎ তাঁর স্ত্রীয়ের বেবি বাম্প স্পর্শ করে রয়েছেন। ছবিগুসি দারুণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

জিৎ-মোহনার এই সুখবরে বেশ আনন্দিত নেটপাড়া। এই তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন নুসরত, অঙ্কুশ সহ অন্যান্য সেলেবরা। 

মোহনার বেবি বাম্প দেখে এটা স্পষ্ট যে তাঁর ও জিৎ-এর দ্বিতীয় সন্তান খুব শীঘ্রই তাঁদের জীবনে আসতে চলেছে। 

প্রসঙ্গত, ২০১১ সালে রাজস্থানের মেয়ে মোহনাকে বিয়ে করেন জিৎ। 

বিয়ের একবছর পরই জিৎ ও মোহনার কোলে আসে নভন্যা। 

Next: বুবলীর জীবনে নতুন প্রেম? নিজেই জানিয়ে দিলেন শাকিবের প্রাক্তন