21 August, 2023

BY- Aajtak Bangla

মধুমিতার হাই থাইস্লিট কালো ড্রেস, ঘুম উড়ল পুরুষদের

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী এখন মধুমিতা সরকার। বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখির চরিত্রে প্রথমবার দর্শকের মন জিতে নিয়েছিলেন।

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলে দেখা যায় তারই একাধিক নজির।

সম্প্রতি কালো আউটফিটে মধুমিতার বোল্ড অদায় তপ্ত নেটপাড়া।

কালো ড্রেসে মধুমিতার ব্ল্যাক ম্যাজিকে ফিদা ভক্তরা। তাঁর এই বোল্ড আন্দাজ বারবার ঘুম কেড়ে নেয় ভক্তদের।

হাই থাইস্লিট ড্রেসে উন্মুক্ত উরু। নেটবাসীর চোখ আটকেছে তাঁর বক্ষবিভাজিকায়।

এই প্রথম নয়, এর আগেও মধুমিতার সাহসী অবতার বারবার ঘুম উড়িয়েছে নেটিজেনদের।

সম্প্রতি চিনি ২ মুক্তি পেয়েছে। হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে অভিনেত্রীর। পা রাখতে চলেছেন বলিউডেও। সব মিলিয়ে অভিনেত্রীর কেরিয়ার এখন তুঙ্গে।