18 JULY, 2023

BY- Aajtak Bangla

ইন্দোনেশিয়ায় বেবিমুনে শুভশ্রী, ওয়ান পিস ড্রেসে স্পষ্ট বেবি বাম্প

ইন্দোনেশিয়ার বালিতে এখন বেবিমুন এনজয় করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছেন ইউভান ও রাজ চক্রবর্তী।

লাল-সাদা ওয়ান পিস মিনি ড্রেসে শুভশ্রীর প্রেগন্যান্সি গ্লো একেবারে স্পষ্ট।

রাজ চক্রবর্তী ও ইউভানকে নিয়ে সেলফি নিয়েছেন শুভশ্রী। সেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট।

ঘুরতে গিয়ে ইউভানকে সামলাচ্ছেন রাজই। ভেকেশনের ছোট ছোট ঝলক শেয়ার করেছেন নেট দুনিয়ায়।

জুনের শেষের দিকেই মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী।

এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন যে দ্বিতীয় সন্তান তাঁর পরিবারকে সম্পূর্ণ করবে।

ডিসেম্বরেই ডেলিভারি ডেট রয়েছে শুভশ্রীর। এই মুহূর্তে বড় কোনও কাজে হাত দেননি অভিনেত্রী।

ডান্স বাংলা ডান্স-এ বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে শুধুমাত্র অভিনেত্রীকে।