BY- Aajtak Bangla
31 JULY, 2024
বিনোদন জগতে কত সম্পর্ক ভাঙে -গড়ে। ঠিক সেরকমই এক জনপ্রিয় জুটি দেব - শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই টলি কাপলের ব্রেকআপে বহু ফ্যানেদের মন ভেঙেছিল।
২০০৯ সালে 'চ্যালেঞ্জ' ছবিতেই প্রথমবার জুটি বাঁধেন দেব -শুভশ্রী। বক্স অফিসে সুপারহিট হওয়ার পাশাপাশি, সম্পর্কও গভীর হয় তাঁদের।
একের পর এক হিট ছবি ইন্ডাস্ট্রিতে, জুটি বেঁধেই। সেই তালিকায় রয়েছে 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', 'খোকাবাবু'।
এই সব ছবির গান, সংলাপ ও সেই সঙ্গে হিট হয় দেব - শুভশ্রী জুটিও।
যদিও সম্পর্কে থাকাকালীন তাঁরা নিজেদের 'ভাল বন্ধু' তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন প্রকাশ্যে।
ব্রেকআপের পর সমস্ত কিছুই স্পষ্ট হয়ে যায়। দেব প্রকাশ করেছিলেন যে শুভশ্রী তাঁর খুব কাছের ছিলেন
এমনকী তাঁর জীবনের নিকটতম ব্যক্তি শুভশ্রী। দেব, তাঁর লাভ স্টোরিতে এই ধরণের মোড় প্রত্যাশা করেননি।
অন্যদিকে নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে, দেবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অনেকটা পরিণত হয়েছেন তিনি।
যদিও তাঁদের ব্রেকআপ হওয়ার সঠিক কারণ কখনও প্রকাশ্যে আনেননি তাঁরা।
এরপর থেকে নিজেদের জীবনে ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে আলাদা রাস্তা দুজনের। নিজ নিজ স্থানে দুজনেই সফল দেব ও শুভশ্রী।
২০১৬ সালে দেব- শুভশ্রী জুটি নিয়ে 'ধূমকেতু' বানিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে বিভিন্ন কারণে এখনও পর্যন্ত মুক্তি পায়নি এই ছবি।
বর্তমানে দেবের জীবনে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।
অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন শুভশ্রী ।