1 JULY, 2023
BY- Aajtak Bangla
পরিচালক তথাগত মুখোপাধ্যায় ও অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেম এখন টলিউডের ওপেন সিক্রেট বলা চলে।
যদিও দুজনের কেউই তাঁদের প্রেম নিয়ে মুখ খোলেননি। তবে তাঁদের হাবভাব বলে দিচ্ছে যে তাঁদের মধ্যে কিছু একটা চলছে।
তথাগত-দেবলীনার আলাদা হয়ে যাওয়ার পিছনে নাকি বিবৃতিই ছিলেন অন্যতম কারণ।
ইন্ডাস্ট্রির ভিতরের খবর, তথাগত-বিবৃতির মধ্যে শুধুই পরিচালক-অভিনেত্রীর সম্পর্ক নয়।
ইতিমধ্যেই চর্চিত জুটি পাহাড়ে ঘুরে এসেছেন চুপিসারে। যদিও এই নিয়ে কোনও কথাই তাঁরা বলেননি।
এবার সমুদ্রের ধারেও প্রেম জমে ক্ষীর হল তথাগত-বিবৃতির।
সম্প্রতি তথাগত বালিতে মাখামাখি দুটি পায়ের ছবি দিয়েছে। যেখানে তথাগতর পায়ের সঙ্গে আরও একটি পা দেখা গিয়েছে।
সেই রহস্যময় পা কার, কারোর বুঝতে এতটুকু কষ্ট হয়নি। এটা বিবৃতির পা বলেই মনে করছেন সবাই।
বিবৃতির সঙ্গেই যে তথাগত সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছেন, সেটাই মনে করছেন নেটিজেনরা।
এই দুজনকে এখন একাধিক জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে রাজি নন চর্চিত জুটি।