মিমির এই ১০ সিনেমা এখনও দেখেননি আপনি?

25 May 23

BY- Aajtak Bangla

          ড্রাকুলা স্যার  এক'টি ছোট শহরের স্কুল শিক্ষককে ঘিরে। যাঁর দাঁতের কারণে তিনি ড্রাকুলা স্যার নামে পরিচিত। অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে ছিলেন মিমি। 

        বোঝেনা সে বোঝেনা  সিনেমাটি একটি ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে। যেখানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বহু মানুষের। মিমিকে এখানে সোহম চক্রবর্তীর বিপরীতে দেখা গিয়েছিল।

                  মিনি মাসি আর বোনঝিকে নিয়ে মিনি সিনেমার গল্প। মিমির দিদি অসুস্থ হয়ে পড়লে তাঁর মেয়ের দায়িত্ব নিতে হয় মিমিকে। এরপর কীভাবে মাসি ও বোনঝির মধ্যে সম্পর্ক দৃঢ় হয়, সেটাই সিনেমার গল্প। 

                                      প্রলয়   শিক্ষক বরুণ বিশ্বাস, যিনি তাঁর গ্রামে পরপর ধর্ষণের ঘটনা নিয়ে সরব হন। পরে তাঁকে খুন করে দেওয়া হয়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমা। পরমব্রতকে বরুণ বিশ্বাসের ভূমিকায় দেখা গিয়েছিল। মিমির অভিনয় প্রশংসিত হয়। 

                      খাদ পাহাড়ে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে পড়ে যায়। এই নিয়ে গল্প এগোয়।  দুর্দান্ত ক্লাইম্যাক্স।

                    ধনঞ্জয় হেতাল পারেখ ও ধনঞ্জয়-এর সত্য ঘটনা নিয়ে তৈরি ধনঞ্জয়। এই সিনেমায় ধনঞ্জয়ের আইনজীবীর ভূমিকায় মিমি। টানটান উত্তেজনায় ভরপুর এই সিনেমা। 

                   পোস্ত এক শিশু সে তার মা-বাবার কাছে থাকবে নাকি ছোট থেকে যাঁরা বড় করেছেন সেই দাদু-ঠাকুমার কাছে থাকবে সেই নিয়েই পোস্ত সিনেমার গল্প। যেখানে বাবা-ছেলে নাতির অভিভাবকত্ব নিয়ে আদালতের দ্বারস্থ হন। 

     গানের ওপারে মিমির কেরিয়ারের প্রথম সিরিয়াল গানের ওপারে। দুজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে নিয়ে এই সিরিয়াল। মিমির বিপরীতে ছিলেন অর্জুন চক্রবর্তী। 

       শুধু তোমারই জন্য  নবদম্পতির গল্প। যাঁরা নিজেদের অতীত থেকে বেরোতে পারছেন না। তবে শেষে মধুর পরিণতি। মিমি দেবের বিপরীতে।