BY- Aajtak Bangla

মেগা সিরিয়ালের মার্কসিট! TRP-র ফুল ফর্ম কী জানেন?  

21 NOVEMBER, 2024

 বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দর্শকের মনোরঞ্জনের জন্য গল্পে নিত্য নতুন ট্যুইস্ট আনা হচ্ছে।

 বর্তমান সময় সিরিয়ালের ভবিষ্যৎ নির্ভর করে রেটিং বা টিআরপি-র উপর। 

কিন্তু কী এই টিআরপি? কেন তারকাদের মুখে বারবার এটি শোনা যায়? জেনে নিন ফুল ফর্ম। 

টিআরপি(TRP)-র ফুল ফর্ম হল টেলিভিশন রেটিং পয়েন্ট। অর্থাৎ ছোট পর্দার রেটিং জানা যায়, এর মাধ্যমে। 

ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে ,তা জানার উপায় এই টিআরপি।  

সাধারণত প্রতি বৃহস্পতিবার সামনে আসে রেটিং চার্ট। তবে কিছুক্ষেত্রে ব্যতিক্রম হয়ে শুক্রবার সামনে আসে বাংলা টেলিভিশনের নতুন মার্কশিট।

 গত কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে। এই সপ্তাহেও বাংলা সিরিয়ালের রেটিংয়ে অনেকটাই রদবদল হয়েছে।

এই টিআরপি- তে নম্বর কম হলেই, অল্প সময়ের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় সিরিয়াল।