BY- Aajtak Bangla
10 SEPTEMBER, 2025
হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা টেলিভিশনে। গল্পে নিত্য নতুন ট্যুইস্ট আনা হচ্ছে।
আজকাল সিরিয়ালের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে রেটিং বা টিআরপি-র উপর।
কী এই টিআরপি? কেন তারকাদের মুখে বারবার এটা শোনা যায়? না জানলে জেনে নিন।
টিআরপি(TRP)-র ফুল ফর্ম হল টেলিভিশন রেটিং পয়েন্ট। (Television Rating Point) অর্থাৎ ছোট পর্দার রেটিং জানা যায়, এর মাধ্যমে।
কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে ,তা জানার উপায় এই টিআরপি।
সাধারণত প্রতি বৃহস্পতিবার সামনে আসে রেটিং চার্ট। তবে কিছুক্ষেত্রে ব্যতিক্রম হয়ে শুক্রবার সামনে আসে বাংলা টেলিভিশনের নতুন মার্কশিট।
নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা, সেই টক্কর চলে।
এই টিআরপি- তে নম্বর কম হলেই, অল্প সময়ের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় সিরিয়াল।