19 JULY, 2023
BY- Aajtak Bangla
বর্তমানে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর 'বাওয়াল' ছবির প্রমোশনে ব্যস্ত।
'বাওয়াল' ছবিটি জুলাই মাসের ২১ তারিখে রিলিজ করবে, এমনটাই শোনা যাচ্ছে।
বড়পর্দায় তাঁদের জুটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ফ্যানেরা।
কিন্তু এই 'বাওয়াল' ছবির প্রমোশন করতে গিয়ে বরুণ ধাওয়ান নিজেই করে বসলো বিশাল বড় বাওয়াল।
প্রমোশনে তাঁদের ফটোশুট চলাকালীন বরুণ ধাওয়ান দাঁত দিয়ে কান করলো জাহ্নবী কাপুরের।
এই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। অনেকে এটা নিয়ে ট্রোল ও করছে।
ইন্টারনেট দুনিয়াতে এখন এই ছবি নিয়ে বিরাট তোলপাড় শুরু হয় গিয়েছে।
বাওয়াল ছবিটির পরিচালক নিতেশ তিওয়ারি। এটি একটি রোমান্টিক ছবি।
এই ছবিটি আগামী ২১ জুলাই, আমাজন প্রাইম ভিডিওতে রিলিজ করবে।