BY- Aajtak Bangla
8th January, 2024
r
সোশ্যাল মিডিয়ায় এখন সবথেকে বেশি চর্চিত টলিউডের জনপ্রিয় গায়ক অনুপম রায়।
তাঁর ব্যক্তিগত জীবন এখন নেটিজেনদের খোরাকে পরিণত হয়েছে।
কারণ অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া বিয়ে করেছেন টলিউড অভিনেতা পরমব্রতকে।
তবে ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন গায়কের কাজে কোনও প্রভাব পরেনি। তিনি তাঁর গান নিয়ে সদাই ব্যস্ত।
দশম অবতার ছবিতে তাঁর গাওয়া আমি সেই মানুষটা আর নেই আর বাউন্ডুলে ঘড়ি দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে।
এখন শীতের সময় কনসার্ট-লাইভ শো করছেন অনুপম রায়। কিন্তু জানেন কি শো-প্রতি কত পারিশ্রমিক নেন গায়ক?
অনুপম রায় বড় শো ছাড়া কাজ করেন না। কারণ তাদের টিমের এলইডি স্ক্রিন সব স্থানে ফিট হয় না।
তাই সেইদিকটা বজায় রেখে অনুপম ও তাঁর টিম প্রতি শো থেকে দশ লক্ষ টাকা করে নেন।
কিন্তু তা নির্ভর করে জায়গা অনুযায়ী। শুধু রাজ্যে বা দেশে নয় বিদেশেও শো করেন তিনি।
বিদেশে গেলে শো করলে সেই পারিশ্রমিকটা একটু হলেও বেড়ে যায়।
সম্প্রতি দেগঙ্গাতে শো করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়েন অনুপম রায়। আহত হয় ৫ জন।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। স্বেচ্ছাসেবকদের মধ্যে তিনজন আহত হলে অনুষ্ঠানটি বন্ধ করতে হয়।