BY- Aajtak Bangla
13 December 2023
বলিউডের 'অ্যানিমেল' সিনেমা ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। অ্যাকশনে ভরপুর এই সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
তবে এসবের মাঝেও আলোচনা ও বিনোদনের খোড়াক হিসেবে জায়গা করে নিয়েছে সিনেমায় অভিনেতা ববি দেওলের প্রথম দৃশ্যের গান (এন্ট্রি গান) 'জামাল কুদু।'
ফেইসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে তারকা থেকে শুরু করে সাধারণ ইউজাররাও এই গান দিয়ে তৈরি করছেন রিলসহ ছোট্ট ছোট্ট ভিডিও।
'জামাল কুদু’ গানের অর্থ কী, চলুন জেনে নেওয়া যাক এর নেপথ্যের গল্প।
'জামাল কুদু’ গানটি বেশ পুরনো। ব্যান্ড ধারার এই গানটিতে লোকগানের আভাস পাওয়া যায়।
ইউটিউবে ২০১৩ সালে আপলোড হওয়া একটি ভিডিওয় এটিকে মেয়েদের স্কাউটের কোরাস গান হিসেবে বলা হয়েছে। গানটির নির্মাতা ইরানের 'খথেরে' নামের একটি দল।
গানটি ইরানের 'বান্দারি' ঘরানার। এই ধারার গান মূলত স্থির ও গতিশীল দুই ধরনের তালে বাজে। গানের ছন্দের তালে নাচের জন্য এই ধরণের গান পরিবেশন করা হয়ে থাকে। বান্দারি শব্দটি এসেছে বন্দর থেকে।
'জামাল কুদু’ গানটি প্রেমের যেখানে প্রেমিকা তার ভালোবাসার মানুষের প্রতি তার অনুভূতি ব্যক্ত করছে।
অ্যানিমেল সিনেমায় যেটুকু ব্যবহার করা হয়েছে তার অর্থ, 'ও আমার প্রিয়, আমার ভালোবাসা। আমার মন নিয়ে খেলা করো না/আমায় অবহেলা করো না। তুমি একটি নতুন যাত্রা শুরু করবে, আর আমি এদিকে পাগলপ্রায়। ও আমার প্রিয়, আমার ভালোবাসা।'
সিনেমার মতো মূল গানটিও কোরাস। অভিনেতা ববি দেওল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। তখন থেকেই এটি ভাইরাল।