9 May, 2025

BY- Aajtak Bangla

রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী কী? ৯৯ শতাংশ শিক্ষিতরাই জানে না

বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন।

তাঁর রচিত গান, কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক আজও সকলেই পছন্দের তালিকায় প্রথম।

আট থেকে আশি সকলেরই প্রিয় রবি ঠাকুর।

কিন্তু জানেন কি রবীন্দ্রনাথের এই পদবী ঠাকুর আসলে পাওয়া পদবী।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

ঠাকুরবাড়ির আসল পদবী তবে কি আসুন জেনে নিই।

ঠাকুর পরিবার কলকাতার একটি খ্যাতনামা পরিবার। এই পরিবারের ইতিহাস প্রায় তিনশো বছরের।

ঠাকুর পরিবারের আদি পদবী কুশারী। এঁরা শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ।

আদিবাস বর্তমান বাংলাদেশের খুলনার পিঠাভোগ এবং যাদের উত্তরপুরুষ মহেশ্বর কুশারী ও তাঁর ছেলে পঞ্চানন জ্ঞাতিকলহের ফলে ভাগ্যান্বেষণে কলকাতায় চলে আসেন।

পঞ্চানন ও শুকদেব কুশারী গোবিন্দপুরে বসত গড়ে তোলেন, যা পরবর্তীতে রূপান্তরিত কলকাতা শহরের একটি গ্রাম। তারা জাহাজ ব্যবসায় জড়িত হয়ে পড়েন।

ব্রাহ্মণ হবার কারণে প্রতিবেশীরা তাদের ঠাকুরমশাই বলে ডাকতেন।

ব্রিটিশরা দেশের ক্ষমতা অধিগ্রহণের পর “ঠাকুর” তাদের পারিবারিক পদবীতে রূপান্তরিত হয়।

ইংরেজদের সুবিধার্থে তা ‘Tagore’ বা ‘ট্যাগোর’-এ রূপান্তরিত হয়।