10 January 2024
BY- Aajtak Bangla
বাংলা ছবির দুনিয়ায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রায় দু'দশকেরও বেশি সময় ধরে রুপোলি পর্দায় রাজ করছেন ঋতুপর্ণা।
মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্নধারার ছবিতেও নিজেকে মেলে ধরেছেন নায়িকা।
সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে এখনও পর্যন্ত ৪৯টি ছবি করেছেন ঋতুপর্ণা।
উত্তম-সুচিত্রার পর বাংলার অন্যতম সেরা রোমান্টিক জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা।
তবে জানেন, ঋতুপর্ণার প্রথম নায়ক কিন্তু প্রসেনজিৎ নন।
রুপোলি পর্দায় ঋতুপর্ণার প্রথম নায়ক হয়েছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়।
১৯৯২ সালে মুক্তি পেয়েছিল পরিচালক প্রভাত রায়ের সিনেমা 'শ্বেত পাথরের থালা'।
এই ছবির হাত ধরেই প্রথম সেলুলয়েডে হাতেখড়ি হয় ঋতুপর্ণার।
ছবিতে ঋতুপর্ণার বিপরীতে ছিলেন ভাস্কর।