30 October  2024

BY- Aajtak Bangla

মিঠুন নন, আসল ফাটাকেষ্ট কে ছিলেন? চিনে নিন 

ফাটাকেষ্ট নামটা শুনলেই বাংলা ছবির কথা মনে পড়বে। ২০০৬ সালে স্বপন সাহার পরিচালনায় মুক্তি পেয়েছিল সুপারহিট সিনেমা 'এমএলএ ফাটাকেষ্ট'।

পর্দায় ফাটাকেষ্টের ভূমিকায় মিঠুন চক্রবর্তীর সেই 'মারব এখানে, লাশ পড়বে শ্মশানে' সংলাপ আজও জনপ্রিয়। পরে মুক্তি পায় আরও একটি ছবি, যার নাম 'মিনিস্টার ফাটাকেষ্ট'।

তবে বাস্তবের ফাটাকেষ্ট অন্য এক ব্যক্তি ছিলেন। যিনি কলকাতায় রাজ করেছিলেন। 

শোনা যায়, ফাটাকেষ্ট ছিলেন কলকাতার প্রথম ডন।

দাপুটে লোক ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্ট

ফাটাকেষ্টর কালীপুজো খুবই বিখ্যাত। আজও জনপ্রিয় এই পুজো।  

উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট ধরে একটু এগোলেই কলেজ স্ট্রিটের বই পাড়া। সেখানই এক গলির ভিতরে প্রতিবছর পুজো হয়। ১২১, সীতারাম ঘোষ স্ট্রিট, কলেজ স্ট্রিট বাটার কাছে ঠিকানা এই কালীপুজোর।

 যা এখন নব যুবক সঙ্ঘ নামেই পরিচিত। তবে এই নামে খুব একটা পরিচিতি নেই। বরং 'ফাটাকেষ্টর পুজো' নামেই বহুল জনপ্রিয়।

ফাটাকেষ্টর পুজোর আলাদা মেজাজ ছিল। তবে ১৯৯২ সালে তাল কাটে। সে বছর প্রয়াত হন ফাটাকেষ্ট। তাঁর মৃত্যুর এত বছর পরও রমরমিয়ে পুজো হয়ে আসছে। এখনও একইরকম জনপ্রিয় ফাটাকেষ্টর পুজো। (সব ছবি সংগৃহীত)।