30 September, 2023

BY- Aajtak Bangla

কলকাতাকে টেক্কা দিতে পারে জেলার এই ১০ পুজো 

দুর্গাপুজো প্রায় চলে এল। ছোট বড় প্রত্যেকটা ক্লাব ইতিমধ্যে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। 

শুধু কলকাতাতেই নয় কলকাতার বাইরেও একই ভাবে উৎসাহের সঙ্গে পুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

পুজোয় কলকাতার ঠাকুর তো দেখবেন। এবার কলকাতার বাইরের জেলার পুজোকে একটু সুযোগ দিতে পারেন। 

কল্যাণী লুমিনাস ক্লাব নদিয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব এবারের থিম চিনের বিলাসবহুল হোটেল Grand Lisboa Macau।

কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই ক্লাবও নদিয়ার কল্যাণীতেই অবস্থিত। তাদের এবারের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। মণ্ডপের উচ্চতা হতে চলেছে প্রায় ১৭০ ফুট। 

তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি উত্তর ২৪ পরগনার আগরপাড়ার এই পুজোর থিম হতে চলেছে বেনারস। এই পুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে লাইভ আরতি, মার্বেলের প্রতিমা ও সোনার গয়না।

আচার্য প্রফুল্ল চন্দ্র সমবায় লিমিটেড এটিও উত্তর ২৪ পরগনার একটি পুজো। হারড়ার এই পুজোর এবারের থিম হচ্ছে ডিজনিল্যান্ড। 

এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকার পুজো এটি। তাদের এবারের থিম সত্যজিৎ রায়ের "মহারাজা তোমারে সেলাম"।

হাওড়া জাতীয় সেবাদল হাওড়ার এই ৯০ বছরের পুজোর থিম হচ্ছে অক্ষরধাম মন্দির।

কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি হুগলির চুঁচুড়ার এই পুজোর থিম হচ্ছে "একালে সেকাল"। 

৫ ও ৬-এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতি হুগলির শ্রীরামপুর এলাকার এই পুজো এবার তাদের ১১০ তম বর্ষে থিম করছে বৃন্দাবনের প্রেম মন্দির। 

শ্রীরামপুর ৮-এর পল্লী এই একই এলাকায় আরও একটি পুজো যা বিশেষ ভাবে সারা ফেলেছে। তাদের এবারের থিম হচ্ছে যাজ্ঞসেনীর সম্পূরণ। 

পূর্ব বর্ধমান ইচ্ছলাবাদ ইয়ুথ ক্লাব বর্ধমান শহরের এই পুজোর থিম দৃষ্টিহীন মানুষদের কথা ভেবে করা হচ্ছে। তাদের থিমের নাম "দেখবো এবার মা-কে, তোমার দৃষ্টিতে"।