BY- Aajtak Bangla
02 SEPTEMBER, 2023
গীতা-কে জীবন-যাপনের এক গাইডেন্স বলা হয়ে থাকে। এই বইয়ে থাকা বেশ কয়েকটা কথা মানলেই জীবন সহজ হবে। ধুয়ে যাবে পাপ।
আত্মার কোনও জন্ম না মৃতু নেই
নিজের দায়িত্ব পালন করুন কারণ কর্ম আসলে নিষ্ক্রিয়তার চেয়ে ভালো
আপনি খালি হাতে এসছেন, খালি হাতে যাবেন
আপনি আপনার কর্ম করে যান
যে কোনও সময় আপনার অবস্থা বদলে যেতে পারে, তাই সতর্ক থাকুন।
মন অস্থির হয় যা নিয়ন্ত্রণ করা কঠিন, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়
গভীরভাবে বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন, আপনি সব সমস্যার সমাধান করবেন।
কারুর থেকে কোনও আশা কোরো না