5 September, 2023

BY- Aajtak Bangla

এই ৪ রাশির জাতক-জাতিকার জেদ সবচেয়ে বেশি

এই ৪ রাশির জাতক-জাতিকার জেদ সবচেয়ে বেশি

জেদ সবার মধ্যেই কম-বেশি থাকে। কিছুক্ষেত্রে জেদ থাকাটা ভাল গুণ।

কিন্তু অতিরিক্ত জেদের কারণে নিজের ক্ষতিও হতে পারে। 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের মধ্যে জেদ অত্যন্ত বেশি হয়। 

তাই তাঁদের নিজেদের জেদ নিয়ন্ত্রণ ও বোধ-বুদ্ধি দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

কোন-কোন রাশির ক্ষেত্রে জেদ সবচেয়ে বেশি হয়? দেখে নিন এক নজরে।

সিংহ- এই রাশির জাতক-জাতিকাদের উপর সূর্যের প্রভাব বেশি। এঁরা স্বাধীনচেতা। আর সেই বিষয়েই সর্বদা জেদ ধরে থাকেন এঁরা। 

বৃষ- সবচেয়ে বেশি জেদি হন। একবার কোনও সিদ্ধান্ত নিলে, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত চেষ্টা ছাড়েন না। 

মেষ- জেদের কারণে এরা অনেক সময়ে নিজেরও ক্ষতি করে ফেলেন। তা সত্ত্বেও একবার যে সিদ্ধান্ত নেন, তার থেকে সরতে পারেন না। 

বৃশ্চিক- এঁদেরও জেদ প্রবল। আর সেই কারণে মাঝে-মাঝে বিবেক-বুদ্ধি লোপ পায়। এঁদের রাগের সময়ে কিছুটা আলাদা থেকে নিজেকে শান্ত করে ভাবা প্রয়োজন।