31 July 2024

BY- Aajtak Bangla

অল্প বয়সে এই ৪ কাজ না করলে বুড়োকালে পস্তাবেন, লেখা আছে মহাভারতে

কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে যুধিষ্ঠীর  হস্তিনাপুরের রাজা হন। এরপর তিনি অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। 

এই যজ্ঞ সম্পর্কে যুধিষ্ঠির বলেছিলেন, 'আমি যে যজ্ঞ করেছি তা কেউ কখনও করেনি, কেউ করতে পারবে না।'

যুধিষ্ঠিরের কথা শুনে শ্রীকৃষ্ণ তাঁর অভিমান অহঙ্কার সিদ্ধান্ত নেন।

যজ্ঞ শেষের পর সেখানে একটি সোনার বেজি এসে হাজির হয়। সেই বেজিই যুধিষ্ঠিরের অহঙ্কার ভঙ্গ করেছিল। যুধিষ্ঠির তাঁর ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন। 

এরপর তিনি বেজিকে জিজ্ঞাসা করেন, 'আমাকে বলুন, মানুষের যৌবনে কোন ৪টি কাজ করা উচিত, যাতে বৃদ্ধ বয়সে সুফল পায়।'

বেজি তখন যুধিষ্ঠিরকে বলে, 'যখনই কোনও ব্যক্তি ধন-সম্পদ ও পদ লাভ করে, সে নিজেকেই স্রষ্টা ভাবতে শুরু করে। এর ক্ষতি পরবর্তী বয়সে পেতে হয়। তাই প্রত্যেকের যৌবন থেকেই সম্পদ সঞ্চয় শুরু করা উচিত।'  

প্রত্যেক জীবের প্রতি মানুষের পূর্ণ সহানুভূতি থাকা উচিত।

বেজি আরও বলে, 'প্রত্যেকের সন্তানদের মূল্যবোধ গঠনে জোর দেওয়া উচিত। এমনটা করলে তবেই শিশুরা বড় হয়ে বৃদ্ধ মা-বাবার যত্ন নেয়।'

বেজি বলে, যে ব্যক্তি তার যৌবন আরাম ও আলস্যে কাটায়, তার বার্ধক্য খুবই কষ্টদায়ক।