02 September, 2023

BY- Aajtak Bangla

পুণ্যলাভ হবেই, জন্মাষ্টমী দেখতে হবে এই ৫  জায়গায়   

মথুরা ও বৃন্দাবনের মন্দির, বঙ্কি বিহারি মন্দিরে  জন্মাষ্টমীর সময় মহোৎসব, মিছিল, ভজন হয়। 

কৃষ্ণর শৈশবকাল কেটেছে যেখানে সেই গোকুলেও জন্মাষ্টমী  হয়।

 সেখানে রংভরি মন্দিরকেও সাজানো হয়।

ভক্তরা ধর্মীয় সঙ্গীত ও নানা অনুষ্ঠান করেন। 

গুজরাতের  দ্বারকাতেও ধুমধাম-সহকারে  পালিত হয়। 

দ্বারকা মন্দি্রকেও সাজানো হয় 

সেখানে ভক্তরা প্রার্থনা  করে, উৎসবে অংশগ্রহণ  করে।

বাংলার ইস্কন মন্দিরে জন্মাষ্টমীর উৎসবের  সময় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

জন্মাষ্টমীর সময়  মনিপালের ভেনুগোপাল মন্দিরকে   বিভিন্নভাবে সাজানো  হয়।