24 JULY, 2023
BY- Aajtak Bangla
শিব পুরাণ অনুসারে মৃত্যুর কাছাকাছি যখনই কোনও ব্যক্তি আসে তখন সে চাঁদ-সূর্যের মতো সামান্য জিনিসও দেখতে পায় না।
শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তাঁর ছায়া দেখতে পায় না, বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তির মৃত্যু আসন্ন।
রাতে যদি রামধনু দেখা যায় তবে সেটাকে মৃত্যুর সূচক বলে ধরে নেওয়া হয়। এতে সেই ব্যক্তি কিছুমাস পর্যন্তই জীবিত থাকেন।
মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারেন না, যে জন্মাবে তাঁর মৃত্যু হবেই। সেই সময়ও নির্দিষ্ট করা আছে।
কেউ যদি তাঁর মাথাহীন ছায়া দেখে তাহলে আর কিছুদিনই তিনি বাঁচবেন বলে শিব পুরাণে বলা হয়েছে।
শরীর যদি দীর্ঘ সময় ধরে হলুদ বা সাদা হয়ে যায় তবে তা মৃত্যুর সঙ্কেত।
মৃত্যুর কিছুদিন আগে চোখ, নাক, কান ও জিভে পাথরের মতো কিছু অনুভব হয়।
ব্যক্তির পাঁচ ইন্দ্রিয় যখন কাজ করা বন্ধ করে দেয় তখন বুঝবেন মৃত্যু একেবারে কাছে।