BY- Aajtak Bangla
31 JULY, 2024
বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন ইত্যাদি নানা উপলক্ষেই উপহার দেওয়ার চল রয়েছে।
বাস্তুশাস্ত্রে এমন কিছু উপহারের কথা বলা হয়েছে যেগুলি কাউকে দিলে দুই পক্ষেরই কপাল খুলে যেতে পারে।
অনেকে উপহার হিসেবে দেবতার মূর্তি বা ছবি দিয়ে থাকেন। ভগবান গণেশের ছবি উপহার দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। তবে লক্ষ্মীর ছবি উপহার দেবেন না।
ভগবান গণেশের ছবি উপহার হিসাবে গ্রহণকারী ব্যক্তির সমস্ত দুঃখ-দুর্দশা দূর দূর হয়, বাড়িতে শান্তি এবং সুখ ফিরে আসে।
হাতিকে গণেশের রূপ হিসাবে বিবেচনা করা হয়। তাই হাতির মূর্তি উপহার হিসেবে দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়।
রুপো, পিতল বা কাঠের মূর্তি হলে ভাল। নয় তো অন্য মেটেরিয়ালও মন্দ নয়।
বাস্তুশাস্ত্রে রুপোকে অত্যন্ত শুভ ধাতু হিসাবে বিবেচনা করা হয়। এর পাশাপাশি রুপোকে মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বলেও মনে করা হয়।
উপহার হিসেবে রুপোর মুদ্রা বা এই রকম যে কোনও রুপোর সামগ্রী দান করার মাধ্যমে দুই পক্ষের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি যে কোনও ব্যক্তির ভাগ্য বদলে দিতে পারে। সেজন্য এই ছবি উপহার দেওয়া যেতে পারে। উপহারে মাটির শো-পিস দিলে আটকে থাকা টাকা ফিরে পাওয়া যায়।