6 September, 2023

BY- Aajtak Bangla

দেশের সেরা ৮ কৃষ্ণ মন্দির, একবার হলেও যাওয়া উচিত

দেশের সেরা ৮ কৃষ্ণ মন্দির, একবার হলেও যাওয়া উচিত

৬ সেপ্টেম্বর দেশজুড়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে। সকাল থেকেই মন্দিরে দর্শনার্থীদের ঢল। 

সারা দেশে শ্রীকৃষ্ণের অসংখ্য মন্দির রয়েছে। উৎসবের সময় মন্দিরে প্রচুর ভিড় থাকে।

ইসকন মন্দির, বৃন্দাবন - ১৯৭৫ সালে বৃন্দাবনের ইসকন মন্দির নির্মিত হয়েছিল। বৃন্দাবনের ইসকন মন্দিরে ভক্তরা নাচে-গানে কৃষ্ণ ভক্তিতে হারিয়ে যান।

জগন্নাথ মন্দির- পুরীতে নির্মিত জগন্নাথ মন্দিরটি ৮০০ বছরেরও বেশি পুরানো বলে মনে করা হয়। 

শ্রীনাথজি মন্দির, নাথদ্বারা (রাজস্থান): শ্রীনাথজির মন্দির সারা বিশ্বে বিখ্যাত। মন্দিরটি ১২ শতকে নির্মিত হয়েছিল। 

বালাকৃষ্ণ মন্দির, হাম্পি কর্ণাটক- কর্ণাটকের হাম্পিতে অবস্থিত বালাকৃষ্ণ মন্দিরের সৌন্দর্য্য অবর্ণনীয়। মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ওয়েবসাইটেও পাওয়া যায়।

ইসকন মন্দির, বেঙ্গালুরু: ভারতের বৃহত্তম ইসকন মন্দির বেঙ্গালুরুতে। মন্দিরটি ১৯৯৭ সালে তৈরি করা হয়েছিল। 

উদুপি শ্রী কৃষ্ণ মঠ, কর্ণাটক- মন্দিরটি ত্রয়োদশ শতকে নির্মিত হয়েছিল। এই মন্দিরের কাছে থাকা পুকুরের জলে মন্দিরের প্রতিফলন দেখা যায়। 

শ্রী রণচোদ্রিজি মহারাজ মন্দির, গুজরাট – এই মন্দিরটি গোমতী নদীর তীরে অবস্থিত। 

মায়াপুর ইসকন মন্দির- কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরে মায়াপুরে চন্দ্রোদয় মন্দির অবস্থিত।