BY- Aajtak Bangla

দুর্গার আর্শীবাদ পেতে কোন দিন কী রঙের পোশাক পরবেন?

15  OCTOBER, 2023

শাস্ত্রমতে নবরাত্রিতে ৯টি রঙ মা দুর্গার ৯টি দিনের ৯টি রুপের প্রতিটি রুপকে চিহ্নিত করে। 

দেবীপক্ষের প্রথম দিন মা শৈলপুত্রীর পুজো করা হয়, এই রুপের প্রিয় রঙ হলুদ, এদিন হলুদ রঙের পোশাক পরলে ভাগ্য ফিরে যায়। 

দ্বিতীয়াতে মা ব্রহ্মচারিনীর পুজো করা হয়, এই রুপের প্রিয় রঙ সবুজ, এদিন সবুজ রঙের পোশাক পরলে মা দুর্গার আর্শীবাদ পাওয়া যায়। 

তৃতীয়াতে মা চন্দ্রঘটার পুজো করা হয়, এই রুপের প্রিয় রঙ খয়েরি, এদিন খয়েরি রঙের পোশাক পরলে মা দুর্গা খুশি হন। 

 চতুর্থীর দিন মা কুস্মান্ডার পুজো করা হয়, এই রুপের পছন্দের রঙ গেরুয়া, তাই এদিন গেরুয়া রঙের পোশাক পরলে মায়ের আর্শীবাদ পাওয়া যায়। 

পঞ্চমীতে স্কন্দমাতার পুজো করা হয়, এই রুপের পছন্দের রঙ সাদা, তাই এদিন সাদা রঙের পোশাক পরলে মা দুর্গা খুশি হন। 

ষষ্ঠীতে মা কাত্যায়নীর পুজো করা হয়, এই রুপের প্রিয় রঙ লাল, তাই এদিন লাল রঙের পোশাক পরলে মায়ের আর্শীবাদ পাওয়া যায়। 

সপ্তমীতে কালরাত্রির পুজো করা হয়, এই রুপের প্রিয় রঙ নীল, এদিন নীল রঙের পোশাক পরলে মা সন্তুষ্ট হয়। 

অষ্টমীতে মহাগৌরীর পুজো করা হয়, এই রুপের প্রিয় রঙ গোলাপি, এদিন গোলাপি রঙের পোশাক পরলে মা খুশি হন। 

নবমীতে সিদ্ধিধাত্রীর পুজো করা হয়, এই রুপের প্রিয় রঙ বেগুনি, এদিন বেগুনি রঙের পোশাক পরলে মা দুর্গার আর্শীবাদ পাওয়া যায়।