29 November, 2023

BY- Aajtak Bangla

সংসারে বড় বিপদ আসতে পারে, এইদিকে আচারের শিশি রাখেন নাকি?

সমস্যাহীন জীবন যদি চান তাহলে বাড়ির বাস্তু ঠিক রাখা খুবই প্রয়োজন।

বাড়িতে বাস্তু ত্রুটি থাকলে তার প্রভাব পরিবারের সদস্যদের ওপর গিয়ে পড়ে।

সেরকমই বাড়ির কোন জিনিস কোথায় রাখা উচিত তা নিয়েও বাস্তুতে বলা রয়েছে।

বাড়ির অন্যান্য ঘরের সঙ্গে রান্নাঘরের মশলাপাতি কোথায় রাখা উচিত তাও বাস্তুতে বলা আছে।

সেরকমই আচারের বয়াম কোথায় রাখা উচিত, তাও বলা আছে বাস্তু শাস্ত্রে। 

শীতকালে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয়। আচার খেতে সকলেই খুব ভালোবাসেন। কিন্তু এই আচার রআকা নিয়েও বাস্তুশাস্ত্রে একাধিক নিয়মের কথা বলা হয়েছে।

আচার সবসময় কাঁচের শিশি বা বয়ামে ভরে রাখবেন। কারণ বাস্তুতে কাঁচকে শুদ্ধ বলে মনে করা হয়।

আচারকে বাস্তু অনুযায়ী সঠিক দিশাতেও রাখা দরকার। নয়তো পরিবারে অশান্তি দেখা দিতে পারে। আচার ভুল দিকে রাখা হলে পারিবারিক সম্পর্কের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।

তাই বাড়িতে আচারের বয়াম উত্তর-পশ্চিম দিকে রাখা উচিত। আসলে উত্তর দিশাকে বুধের দিশা বলে মনে করা হয়। অপরদিকে, পশ্চিম দিশাকে শনি গ্রহের বলে মানা হয়ে থাকে।

এমন পরিস্থিতিতে উত্তর-পশ্চিম দিকে শনি ও বুধ উভয়েরই মিশ্র প্রভাব ধরা হয়। এদিকে আচার রাখলে পরিবারে কখনো কোনও ঝামেলার সৃষ্টি হয় না এবং পারিবারিক শান্তিও বজায় থাকে।