6th March, 2025

BY- Aajtak Bangla

হিংসায় জ্বলবে প্রতিবেশীরা, বড়লোক হওয়ার ৫ মন্ত্র দিলেন চাণক্য

এই প্রতিযোগিতার বাজারে সবাই চায় ধনী হতে। কিন্তু সবার ভাগ্যে তো জোটেনা।

আচার্য চাণক্য জীবনে সফল হওয়ার কিছু পরামর্শ দিয়ে গিয়েছেন, যা আজও প্রাসঙ্গিক।

আসুন চাণক্যের সেই পরামর্শ চট করে জেনে নিই।

আচার্য চাণক্যের মতে আপনি যদি ধনী হতে চান তবে অবশ্যই আগে সৎ পথে এবং সততার সঙ্গে অর্থ উপার্জন করুন। ভুল উপায়ের অর্থ বেশিদিন ভোগ করা যায় না।  

আপনাকে প্রথমে আপনার উপার্জনের সঠিক রাস্তা বের করতে হবে। তারপর লক্ষ্যে এগোনোর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করুন।

সঠিক পরিকল্পনা করলে খুব অল্পদিনের মধ্যেই আপনি ধনী হতে পারবেন।

চাণক্য এটাও বলেছেন নিজের যোগ্যতায় আপনি অর্থ উপার্জন করুন। অন্যের দখলে রাখা টাকা আপনার কোনও কাজেই আসবে না‌।

চাণক্য বলেছেন যে আপনার উপার্জনের অর্থ আপনি বুদ্ধিমানের মতো সঠিক স্থানে ব্যবহার করুন।

যদি আপনি বোকার মতো অকেজো স্থানে ব্যয় করেছেন তবে আপনি ভবিষ্যতে অনুশোচনা ছাড়া আর কিছুই করতে পারবেন না।