16 March, 2024
BY- Aajtak Bangla
জীবনে সাফল্য সকলেই চায়। কিন্তু পায় ক'জন। জীবনে দীর্ঘ সময় ধরে সাফল্য ধরেও বা রাখতে পারেন ক'জন।
টাটা, বিড়লা, আম্বানিরা কীকরে এত বড়লোক? প্রশ্ন করেন অনেকেই। কিন্তু কোন গোপনীয়তায় তাঁরা সাফল্য পেলেন তা জানা সকলের জরুরি।
জীবনটা আসলে ৩টি পাখির মতো তৈরি করা দরকার। সাফল্যের জন্য এই ৩ পাখির গুণ রপ্ত করা দরকার।
কোকিল: কোকিলের মিষ্টি কণ্ঠে মন জুড়িয়ে যায়। কোকিলের রং কালো কিন্তু তার কন্ঠে সবাইকে আকর্ষণ করে। মানুষের মধ্যেও এই গুণ থাকা উচিত।
চেহারা যেমনই হোক না কেন, কথাবার্তায় মিষ্টত্ব থাকতে হবে। খারাপ-কর্কশ ব্যবহার করা মানুষদের কেউ পছন্দ করে না। এমন ব্যবহার হলে সৌন্দর্যও কেউ ভালবাসে না।
সারস: সারস খুবই ধৈর্য্যশীল। তারা তাদের ইন্দ্রিয়গুলিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা জানে। ঝোপ বুঝে কোপ মারতে হয় কীভাবে এরা ভালোই জানে।
তাদের গুণ এবং আত্মনিয়ন্ত্রণের কারণে মাছ শিকার করতে খুব বুদ্ধি করে ঝাঁপ দেয়। এতে তাদের ধৈর্য্য প্রকাশ পায়। সাফল্য পাওয়ার জন্য একজন মানুষেরও এই গুণ থাকা উচিত।
মোরগ: মোরগ প্রতিদিন একই সময় ওঠে। সূর্যোদয়ের আগে তারা জেগে ওঠে। প্রতিটি পরিস্থিতি সহজেই মোকাবিলা করুতে পারে। এরা সবসময় খাবার ভাগ করে খায়।
সাফল্য পেতে মানুষের এই ৩ পাখির গুণ থাকা উচিত। তবেই সাফল্য পায়ে চুমু করবে।