30 July, 2024
BY- Aajtak Bangla
বাস্তু মতে বাড়িতে অ্যালোভেরা গাছ রাখা খুব শুভ।
অ্যালোভেরা গাছ লাগানোর সময় বিশেষ কিছু বিষয়ে মনোযোগ দেওয়া খুবই জরুরি।
ঠিক জায়গায় অ্যালোভেরা গাছ লাগালে সম্পদ,গৌরব ও সুখ-সমৃদ্ধির অভাব হয় না।
উত্তর-পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ রাখা উচিত নয়। এতে অশুভ ফল মেলে।
আপনি যদি জীবনে উন্নতি এবং সুখ চান তবে পশ্চিম দিকে একটি অ্যালোভেরা গাছ লাগাতে পারেন।
দক্ষিণ-পূর্ব কোণে অ্যালোভেরা রাখলে সাফল্য ও অগ্রগতি আসে।
পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগালে মানসিক শান্তি পাওয়া যায়।
অ্যালোভেরা ঘরে থাকলে আসে ইতিবাচক শক্তি। ঘরে সুখ-শান্তি থাকে।