BY- Aajtak Bangla
16 Nov, 2024
অনেক বাড়িতেই বৃহস্পতিবারে লক্ষ্মীপুজো করা হয়। সুখ-সৌভাগ্য লাভের জন্য এ সময় অনেকে অনেক কিছু করে থাকেন।
বৃহস্পতিবারে কিছু শুভ লক্ষণ দেখলে বুঝতে হবে সংসারে শীঘ্র সমৃদ্ধি ফিরতে চলেছে। হিন্দু ধর্মে পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলেই ব্যাখ্যা করা হয়।
পেঁচা নিয়ে আমাদের সমাজে নানা ধরনের ধারণা প্রচলিত আছে। শকুন শাস্ত্র অনুযায়ী, নিশাচর এই পাখিকে শুভ বলে মনে করা হয়, আবার কোথাও কোথাও পেঁচা দেখাকে অশুভ বলে মনে করা হয়।
চলুন জেনে নিন শকুন শাস্ত্র অনুযায়ী, কখন পেঁচা দেখা শুভ এবং কখন পেঁচা দেখা অশুভ বলে মনে করা হয়।
কোথাও বাড়ি থেকে বেরনোর মুখে যদি পেঁচা দেখতে পান, তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শকুন শাস্ত্রে এর ফলে অর্থাগম হতে পারে বলে মনে করা হয়।
কোনও পেঁচা যদি আপনার বাড়িতে উড়ে এসে বসে, তা কিন্তু মোটেও শুভ নয়। এর ফলে ওই পরিবারের সদস্যদের জীবনে উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে।
কোনও কাজে বাড়ি থেকে বাইরে বেরনোর সময় আপনার বাঁ দিকে যদি পেঁচা দেখেন তাহলে বুঝবেন যে, আপনার কাজ সফল ভাবে সম্পন্ন হবে। তবে ডান দিকে পেঁচা দেখা অশুভ লক্ষণ বলে বিবেচিত হয়।
দক্ষিণ-পশ্চিম দিকে পেঁচা দেখার অর্থ জীবনে শীঘ্রই আর্থিক সংকট আসতে চলেছে। পূর্ব দিকে পেঁচা দেখলে বুঝতে হবে যে অর্থলাভ হতে চলেছে।
দিনের বেলা পেঁচার দেখা পাওয়া শুভ বলে মনে করা হয়। শকুন শাস্ত্র অনুযায়ী এর অর্থ হল, ভাগ্য আপনার সহায় হতে চলেছে বা আপনার জীবনে ভালো কোনও পরিবর্তন আসতে চলেছে।