14 AUGUST, 2024
BY- Aajtak Bangla
প্রত্যেক মানুষ তার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি চায়। কিন্তু অনেক সময় কোষ্ঠীতে অশুভ গ্রহের প্রভাবে মানুষ কোনোভাবেই জীবনে শান্তি পেতে পারেন না।
আবার, অনেক সময় একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করেও সাফল্য পান না। এর জন্য জ্যোতিষশাস্ত্রে এমন অনেক প্রতিকারের কথা বলা হয়েছে, যেগুলো সঠিকভাবে করলে মানুষের জীবনের সমস্যা দূর হয়।
জেনে নিন লাল শুকনো লঙ্কার কিছু প্রতিকার সম্পর্কে।
কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার পরেও ঘরে সমৃদ্ধি না থাকলে ৭টি লাল শুকনো লঙ্কা নিন, একটি রুমালে বেঁধে রাখুন এবং টাকা রাখার জায়গায় রাখুন। এতে করে ঘরে সুদিন ফিরে আসবে।
জ্যোতিষশাস্ত্রে বর্ণিত শুকনো লঙ্কার এই প্রতিকারটি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করতে এবং তাতে সাফল্য পেতে খুব কার্যকর।
২১টি লাল লঙ্কা নিন এবং একটি পাত্র বা জগে জল দিয়ে ভরে দিন। এবার এই জল নিজের গায়ে ৭ বার ছিটিয়ে বাইরে রাস্তায় ফেলে দিন। এতে করে অমীমাংসিত কাজ দ্রুত শেষ হবে।
ভালো চাকরি পাওয়া প্রত্যেক মানুষের স্বপ্ন। শুধুমাত্র একটি ভালো চাকরিই পারে একজন মানুষের সব স্বপ্ন পূরণ করতে। অতএব, আপনি যদি কোথাও চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাহলে বাড়ি থেকে বের হওয়ার আগে ৫টি শুকনো লঙ্কা নিন। বাড়ির দোরগোড়ায় রাখুন। এর পরে, শুভ কাজে যাওয়ার সময়, এই লঙ্কাগুলিতে পা রাখুন।
এই সমাধানের মাধ্যমে আপনার ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। এর পাশাপাশি সাফল্যও অর্জিত হবে।
ঘরের কোনো শিশু যদি খারাপ নজরে আক্রান্ত হয়ে থাকে, তাহলে লাল লঙ্কা নিয়ে শিশুর ওপর ৭ বার ঘোরান তাকে রক্ষা করতে। এরপর এই লঙ্কাগুলো জ্বালিয়ে দিন। এতে করে শিশুদের ওপর থাকা কুদৃষ্টি চলে যাবে।