23 JUNE, 2023

BY- Aajtak Bangla

কাউকে এই উপহারগুলি দেবেন না, জীবনে দুর্ভাগ্য ঘিরে ধরবে

যে কোনও অনুষ্ঠান, বিয়েবাড়িতে উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে ভারতে।  

মা-বাবার জন্মদিন থেকে রাখি বা ভাইফোঁটা- প্রিয় মানুষকে উপহার দেন সকলেই। আর ভালবাসার মানুষ হলে তো কথাই নেই!প্রিয়জনের হাতে উপহার তুলে দেওয়ার আনন্দ কোনও নিক্তিতে মাপা সম্ভব নয়।

যদি কোনও শুভ অনুষ্ঠানে কখনও ঘড়ি উপহার দেবেন না। এটা করলে ঘড়ির সঙ্গে আপনার সুসময়ও চলে যাবে।

পেশার সঙ্গে সম্পর্কিত জিনিস কাউকে দেবেন না। যদি এমন জিনিস কাউকে উপহার হিসাবে দিলে কর্মজীবন ও ব্যবসায় সমস্যা তৈরি হয়।

ক্ষতির হতে পারে আপনার। শিক্ষকতা কারও পেশা হলে কখনও কাউকে পেন উপহার দেবেন না।

ঈশ্বরের মূর্তি উপহার হিসাবে দেওয়া থেকে বিরত থাকা উচিত। যদি উপহার দিতেই চান তবে কুলদেবতা বা প্রিয় দেবতার মূর্তি উপহার দেবেন না।

পার্টনারকে কখনও পারফিউম উপহার দেবেন না।

পারফিউম উপহার দেওয়া অশুভ বলে মনে করা হয়। পারফিউম তাই প্রিয় মানুষকে দেওয়া উচিত নয়।

কখনও কাউকে রুমাল উপহার দেবেন না। রুমাল উপহার দেওয়া হলে সঙ্গী হয় দুর্ভাগ্য। পার্টনারকে তো দেবেনই না।