BY- Aajtak Bangla

একটা আলু ঘুরিয়ে দিতে পারে জীবনের মোড়, এতদিন জানতেনই না!

15 March, 2024

আলু ছাড়া বাঙালির রান্না অসম্পূর্ণ প্রায়। কিন্তু আপনি জানেন কি আলুরও জ্য়োতিষ গুণ রয়েছে। আলুর সঠিক ব্যবহারে কাটতে পারে আর্থিক সংকট। বদলে যেতে পারে ভাগ্য।

আর্থিক সমস্যার মোকাবিলা করার জন্য আলুর এই টোটকা ব্যবহার করতে পারেন। অনেক সময়ই পরিবারের সদস্যদের মধ্যে ঋণ দেনা বাড়তে পারে। 

এ জাতীয় সমস্যার মোকাবিলার জন্য কাঁচা আলুর টোকটা ব্যবহার করতে পারে। তাতে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন জ্যোতিষবীদরা।

তাদের কথায় ব্যাঙ্ক বা বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে থাকলে তা মেটাতে সমস্যা হলে একটি একটি কাঁচা আলু নিতে হবে। 

সেটি ভাল করে ধুয়ে নিন যেন মাটি লেগে না থাকে। তারপর সেটি একটি গরুকে খাইয়ে দিন। 

জ্যোতিষমতে প্রতিদিন গরুকে একটি করে কাঁচা আলু খাওয়ানো শুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

তাতে পরিবারের সদস্যরা ঋণ দেনা থেকে মুক্ত হতে পারে।

জ্যোতিষমতে কাঁচা আলু গরুকে খাওয়ালে জন্মছকে শুক্রের অবস্থান শক্তপোক্ত হয়। তাতে শুত্রের প্রভাবে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। 

আলুর মাধ্যমে সূর্যের প্রভাবও লাভ করা যায়। তবে সূর্যের প্রভাব বেশি করে পেতে নিয়মিত একটি গোটা আলু সেদ্ধ খেতে হবে।

এমনিতেই সূর্যের রোদের মাধ্যমে সূর্যের তেজ যে কোনও মানুষের শরীরে এসে পৌঁছায়। তাই জ্য়োতিষে রোগে বলেই আলুর খাওয়ার বিধান দেওয়া হয়েছে।

আর মঙ্গলের অশুভ দোষ কাটাতে সেদ্ধ আলু গুড় দিয়ে খেতে হবে। গুড় মঙ্গলবার খাওয়া খুব শুভ বলে মনে করা হয়।