BY- Aajtak Bangla

চেষ্টা করেও মা হতে পারছেন না? বাস্তু মেনেই পান মাতৃত্বের সুখ

15 JULY, 2023

প্রচলিত এক প্রবাদ রয়েছে মা হওয়া কি মুখের কথা। মাতৃত্বের ছোঁয়ায় এক জন নারীর নারীত্বের পূর্ণ বিকাশ ঘটে।

মা হওয়ার সময় অর্ন্তঃসত্ত্বা অবস্থায় যেমন ধকল, তেমন প্রয়োজন সাবধানতা।

তবে অনেক মহিলা রয়েছেন, যাঁরা চেষ্টা করেও মা হতে পারছেন না। অনেক সময় এর পিছনে বাস্তু দোষও থাকতে পারে।

যে দম্পতি সন্তান চাইছেন, বাস্তু মতে সেই দম্পতির ঘরের মুখ উত্তর ও পশ্চিম মুখী হওয়াই শ্রেয়। অন্তত তত দিন পর্যন্ত, যত দিন গর্ভধারণ না হচ্ছে।

বিনা কষ্টে এবং খুব নিরাপদে মা হওয়া যাবে যদি গর্ভাবস্থায় গর্ভধারিণী মা দক্ষিণ ও পশ্চিম মুখী ঘরে শোওয়ার ব্যবস্থা করে।

একান্ত যদি না হয় তা হলে উত্তর বা পূর্ব মুখী ঘরেও শোয়ার ব্যবস্থা করা যেতে পারে।

বিশেষ করে ভরা মাস গুলিতে অর্ন্তঃসত্ত্বা মাকে উত্তর বা পশ্চিম মুখী ঘরে শোয়ার ব্যবস্থা না করাই উপযুক্ত।

এই সময় গর্ভবতী মায়ের সব সময় দক্ষিণ দিকে মাথা করে শোওয়ার ব্যবস্থা রাখতে হবে। এই সময়ের জন্য দক্ষিণ দিকে মাথা করে শোয়ার ব্যবস্থা শুভ।

এই সময় ঘর ও পোশাকের রং হালকা রাখাই ভাল। হালকা রং ডিপ্রেশন কাটাতে সাহায্য করে।

নীল রং শরীরের পক্ষে আরামদায়ক তাই ঘর, পোশাক সব কিছুই নীল রাখতে চেষ্টা করুন।