BY- Aajtak Bangla
11 August, 2025
অনেক সময়ই শুনে থাকবেন বড়রা বলে থাকেন যে সর্বদা ভাল কথা বলতে হয়, কথাতে মিষ্টতা আনতে হয়।
কারণ যে কোনও সময়ে দেবী সরস্বতী জিভে বসে যেতে পারে।
এছাড়াও জ্যোতিষে বলা হয়ে থাকে জিভে সরস্বতী বসেন তাই কোনও ভুল কথা, খারাপ কথা বলতে নেই।
দেবী সরস্বতীকে বাণীর দেবী বলা হয়ে থাকে।
জ্যোতিষ মতে বিশ্বাস করা হয় যে ২৪ ঘণ্টার মধ্যে কোনও একবার দেবী সরস্বতী জিভে বিরাজ করেন।
কিন্তু কোন সময়ে জিভে সরস্বতী বসেন সেটা কারোরই জানা নেই।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ব্রহ্ম মুহূর্তে সরস্বতী দেবী জিভে বসেন।
এই সময় কোনও খারাপ কথা, ভুল কথা বলতে নেই।
ব্রহ্ম মুহূর্তের সময় ভোর ৩টে ২০ মিনিট থেকে ৩টে ৪০ মিনিটের মধ্যে হয়।