22 January, 2024

BY- Aajtak Bangla

রামলালার 'প্রাণপ্রতিষ্ঠা' করলেন মোদী, দেখুন ‘অভিজিৎ মুহূর্ত’ ‘

যজমান হিসেবে রামের প্রথম আরতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বালক রামের বিগ্রহকে ফুল মালায় সাজান হয়েছে

রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রথম পুজোও মোদীই দিয়েছেন

বিশেষ ওই সময়টুকুর নাম ‘অভিজিৎ মুহূর্ত’। ‘প্রাণপ্রতিষ্ঠা’র জন্য এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে।

রামমন্দিরে রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

‘প্রাণপ্রতিষ্ঠা’ ৮৪ মিনিটে হলেও অযোধ্যার রামমন্দিরে সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলবে ৫০ মিনিট ধরে। ১২টা ৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। চলবে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত।