9 April 2024

BY- Aajtak Bangla

টাকাপয়সা নিয়ে চিন্তিত? লোকনাথ বাবা অর্থ নিয়ে কী বলেছিলেন জানুন 

বিপদে পড়লে বহু মানুষ একটাই নাম জপ করেন- বাবা লোকনাথ। আসলে দুই বাংলাতেই লোকনাথ ব্রহ্মচারীর ভক্তকুল প্রচুর।

লোকনাথ বাবার বিভিন্ন কাহিনী, আধ্যাত্মিক দিকটিই সবাই চেনেন। কিন্তু তাঁর একটি দার্শনিক দিকও ছিল। 

মানুষের জীবনের নানা দুঃখ, কষ্ট, সমস্যার সমাধান সরল ভাষায় দিয়েছেন তিনি।

এত বছর পরেও তাঁর বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক। 

আজকাল বেশিরভাগ মানুষই টাকাপয়সা নিয়ে চিন্তায় থাকেন। তাঁদের জন্য লোকনাথ বাবা কী বলেছেন?

তিনি বলেছেন, 'অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, আর তা ব্যয় করার সময় বিশ্বের সবাইকে দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনও লাভ নেই।'

তাই আর্থিক জটিলতার মধ্যে থাকলে অবশ্যই এটি মাথায় রাখুন। সেই সঙ্গে...

বাবা লোকনাথ আরও বলেছিলেন, 'গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না।ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না।'

তাই কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন। সাফল্য আসবেই।